টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক ইলেকট্রনিক্স মেকানিকের বি’রুদ্ধে প্রবাসীর স্ত্রী’কে ধ’র্ষণ ও ভিডিওছড়িয়ে দেয়ার অ’ভিযোগ পাওয়া গেছে। ওই না’রীর ৫ বছর বয়সী ছে’লেকে প্রা’ণে মে’রে ফেলার ভ’য় দেখিয়ে ঘটনা ঘটায়।
মেকানিক আব্দুল মান্নান (৪৫) কালিহাতী উপজেলার হাসড়া গ্রামের রবি মিয়ার ছেলে ও বর্তমান পাইকড়া ইউপি সদস্য আব্দুল জলিলের চাচাতো ভা’ই।
এ ঘটনায় শুক্রবার দুপুরে অ’ভিযুক্ত আব্দুল মান্নানকে আ’টক করেছে কালিহাতী থানা পুলিশ।ভু’ক্তভোগী ওই না’রী জানান, মাস খানেক আগে একদিন সন্ধ্যায় টিউবওয়েলে
থালা-বাসন ধোয়ার সময় মান্নান আমার বাড়িতে ঢুকে ৫ বছর বয়সী ঘুমন্ত ছে’লের ঘরের দরজায় তালা লাগিয়ে আমার ঘরে ঢুকে। শব্দ পেয়ে কে কে বলতে বলতে আমি ঘরে ঢুকলে ছে’লেকে প্রা’ণে
মে’রে ফেলার ভ’য় দেখিয়ে ধ’র্ষণ করে। দীর্ঘদিন যাবৎ মান্নান আমাকে উ’ত্যক্ত করতো। পরে মান্নানের ছবির স’ঙ্গে আমার ছবি মিলিয়ে ফেসবুকে ছাড়লে ওর বউ, ভাই ও বাবাকে জানালে তারা শা’সন করে
এবং আর কখনও কিছু করবেনা বলে জানায়। মান্নানের হু’মকি ও স’ম্মানের ভ’য়ে বিষয়টি গো’পন রাখলেও মান্নান গো’পনে ভিডিও করে এখন তা প্র’চার করছে। আমি এর কঠিন বি’চার চাই। এ প্রসঙ্গে টাঙ্গাইলের
কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি),হাসান আল-মামুন বলেন, ভু’ক্তভোগী না’রীর অ’ভিযোগের প্রেক্ষিতে অ’ভিযুক্ত আব্দুল মান্নানকে আ’টক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।