বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার পুকুরে ডুবে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী।
নিহত ওমর ফারুক হৃদয় [২,] বরিশালের কাওনিয়া হাউজিং এস্টেটের শাহ আলমের ছেলে।
বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম জানান, বাবুগঞ্জের মাধবপাশা এলাকায় দুর্গাসাগর পুকুর পাড়ে কোপ শুরু করার পরে তার বন্ধুবান্ধবদের সাথে বাজি ধরতে গিয়ে শিকার ডুবে যায়।
বুধবার বেলা বারোটায় সাঁতার কাটতে শুরু করেন তিনি।
তিনি পুকুরের মাঝখানে ডুবে গেলেন, পুকুরের যত্ন নেওয়ার দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের কর্মচারী মোহাম্মদ ওয়াল জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কয়েক ঘন্টা অনুসন্ধানের পরে বুধবার রাত ৯ টা ৫০ মিনিটে ওমর ফারুককে উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।