Breaking News

একদিনে রাজধানীতে ৭ লাখ সিম ঢুকেছে 

ঢাকায় শুধু গত বুধবার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় প্রবেশ করেছে প্রায় ৭ লাখ মোবাইল ফোন সিম। একই সময়ে রাজধানী থেকে বাইরে গেছে প্রায় দেড় লাখ সিম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ডেটাবেজ ও কলপ্রবণতা বিশ্লেষণকারী একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, প্রতিদিন ঢাকায় আসা ও বাইরে যাওয়া সিমের সংখ্যা কাছাকাছি থাকে। সাধারণত এ সংখ্যা দুই লাখের কাছাকাছি। তবে কয়েক দিন ধরে যে সংখ্যক সিম বাইরে যাচ্ছে, ঢাকায় ঢুকছে এর চেয়ে অনেক বেশি। গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে প্রায় ৭ লাখ সিম প্রবেশ করেছে।

তবে মোবাইল সিমের সংখ্যা দিয়ে মানুষের সংখ্যা সুনিশ্চিতভাবে জানা যায় না। কারণ একজন মোবাইলফোন ব্যবহারকারীর একাধিক সিম থাকতে পারে। অবশ্য মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমের হিসাবে, বাংলাদেশে মোবাইল সিমের ‘ইউনিক ইউজার’ ৫৪ শতাংশ। অর্থাৎ, মোবাইলফোন ব্যবহারকারীর প্রকৃত সংখ্যা মোট সিমের অর্ধেকের মতো।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

25 comments

  1. Good

  2. এর জন্যই তো সরকার ভয় পাইছে।

  3. কাম সারছে

  4. Alhamdulillah

  5. Oliur Rahman Shafique Ali

    আলহামদুলিল্লাহ আপনার আমার উপস্থিতি বদলে দেবে সকল পরিস্থিতি ইনশাআল্লাহ।
    স্থানঃ গোলাপবাগ মাঠ ঢাকা।।।।।

  6. এতগুলো সিমের মালিক গেলো কই?

  7. ঘটনা তো মনে হয় ঘটবে…..

  8. Monirul Islam Monir

    আলহামদুলিল্লাহ জনতার বিজয় হবে ইনশাআল্লাহ

  9. মোহাম্মাদ মঈন

    সেনাপতি সব সিম গুলোকে কারাগারে বন্দী করো😁

  10. Motiur Rahaman Chowdhury

    ঢাকার গোলাপবাগ মাঠে দেশ মুক্তি আন্দোলনের গনসমাবেশে যোগ দিন সফল করুন। #TakeBackBangladesh #BNP #বিএনপি 🥰✌️

  11. ইতিহাস পাল্টে যাবে, নতুন ইতিহাস সৃষ্টি হবে

  12. আলহামদুলিল্লাহ জনতার বিজয় হবে ইনশাআল্লাহ…….এই গন গ্রেফতার ই প্রমাণ করে…… সরকার কতটা দেউলিয়া হয়ে গেছে।

  13. ঠিক আছে খেলা হবে ইনশাল্লাহ

  14. আলহামদুলিল্লাহ

  15. বর্তমানে একজন মানুষ ২-৩ টি সিম ব্যবহার করে

  16. এমনিতেই অনেকে ফ্লাজিল, ইমোটিল এগুলো পকেটে নিয়ে ঘুরে আপনারা আবার এসব বিষয় লিখে সর্বচ্চ পর্যায়ে সমস্যা করতেছেন

  17. আলহামদুলিল্লাহ

  18. আলহামদুলিল্লাহ

  19. জনতার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ

  20. 20 luck chai

  21. Congratulations

  22. জাতীয়তা বাদী শক্তি

  23. Good news

  24. আল্লাহু আকবর

  25. স্বৈরাচারদের রক্ষা নেই। সবাই একতাবদ্ধ হউন।