সদ্য মুক্তি পাওয়া শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের প্রেমের সম্পর্ক পর্দায় দেখা গেলেও অন্তরালে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে, এমনই আভাস দিলেন ঢালিউডের আলোচিত তারকা পরীমনি। বুধবার (৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে এ নিয়ে সরাসরি কথা বলেছেন।
মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত আগেও দিয়েছিলেন পরীমনি।
এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। এবার সরাসরি মিমকে ট্যাগ করে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন পরীমনি। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মিম ও রাজ কেউ কিছুই বলেননি।
চিত্রনায়ক স্বামী রাজের উদ্দেশে এই নায়িকা লেখেন, ‘এটা এতো দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’
‘গুণিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে পরীমনি ও শরীফুল রাজ প্রণয়ের সম্পর্কে জড়ান, গত বছরের অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন। পরে দুই পরিবারের সদস্যদের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে পুত্রসন্তান রাজ্য।