ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মতিঝিল গোয়েন্দা পুলিশের একটি দল আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ জানান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২ নভেম্বর পল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই রাতেই বিচারপতি মানিকের গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।