Breaking News

দোহারে নেইমার ভক্তের কাণ্ড!সেলফি নিতে অনেক ব্রাজিলিয়ান ভক্তরা আসেন তার কাছে

চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। কাতারে প্রতিযোগিতা চললেও এর উত্তাপ ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। প্রিয় দলের সমর্থন জানাতে ভক্তরা একের পর এক নানা কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দিচ্ছে। তাদেরই একজন ঢাকার দোহারের জনসেবা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের রেডিও লজিস্ট আকরাম হোসেন।

বিশ্বকাপের শুরু থেকেই তিনি তার প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে কত কিছুই না করেছেন, এবার প্রিয় খেলোয়াড় নেইমারের মতো চুলের কাট দিয়ে নেইমারের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ জানালেন ৫০ বছর বয়সী আকরাম হোসেন। তার দলের জয়ে যেমন উল্লাসিত হন আবার দলের পরাজয়ে কান্নায় ভেঙে পরেন ওই ব্রাজিলিয়ান ভক্ত। আকরাম হোসেনের সঙ্গে এখন সেলফি নিতে অনেক ব্রাজিলিয়ান ভক্তরা আসেন তার কাছে।

আকরাম হোসেম বলেন, ব্রাজিল ও নেইমারের ভক্ত আমি ৷ নেইমারের পায়ের জাদু দেখতে কার না ভালো লাগে। সেই প্রিয় খেলোয়াড়ের চুলের কাটিং দেখে আমিও চুল কেটেছি। আশা করি ব্রাজিল এবার বিশ্বকাপ জিতবে। আজ রাতেও গোল উৎসবে সেই উত্তাপ ছড়াবে প্রিয় দল ব্রাজিল।

Check Also

বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: মেসির মা

স্পোর্টস আপডেট ডেস্ক: আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা …

22 comments

  1. শয়তানকে কেউ চোখে না দেখলে এইবার সবাই নিজের চোখে দেখে নিন।

  2. শয়তানকে কেউ চোখে না দেখলে এইবার সবাই নিজের চোখে দেখে নিন।

  3. Mohammad Nor e Alam

    ইবলিশ শয়তান কে দেখতে চাইলে একে দেখে নিন

  4. Mohammad Nor e Alam

    ইবলিশ শয়তান কে দেখতে চাইলে একে দেখে নিন

  5. শালারে জুতা মারা উচিত

  6. শালারে জুতা মারা উচিত

  7. নেইমার তার পায়ে পর্যন্ত ধরে ছিলো শুধু একটা সেলফি তুলবে বলে। কিন্তু সে কিছুতেই রাজি হলোনা। এদিকে এই খবর ডোনাল্ড ট্রাম্প শুনে হাউমাউ করে কান্না শুরু করে তার সাথে যদি একটা সেলফি তুলা যেতো।

  8. নেইমার তার পায়ে পর্যন্ত ধরে ছিলো শুধু একটা সেলফি তুলবে বলে। কিন্তু সে কিছুতেই রাজি হলোনা। এদিকে এই খবর ডোনাল্ড ট্রাম্প শুনে হাউমাউ করে কান্না শুরু করে তার সাথে যদি একটা সেলফি তুলা যেতো।

  9. টিকেট কত করে লাগছে

  10. টিকেট কত করে লাগছে

  11. জাহিলিয়াতের যুগে চলে এসেছে 😡

  12. জাহিলিয়াতের যুগে চলে এসেছে 😡

  13. Mahmudulhasan Jewel

    শয়তানকে কেউ চোখে না দেখলে এইবার সবাই নিজের চোখে দেখে নিন।

  14. Mahmudulhasan Jewel

    শয়তানকে কেউ চোখে না দেখলে এইবার সবাই নিজের চোখে দেখে নিন।

  15. ইবলিশ শয়তানের ছোট ভাই

  16. ইবলিশ শয়তানের ছোট ভাই

  17. এতো কম বুদ্ধির মানুষ দুনিয়ার আর কোথায় আছেনী থাকলে দয়া করে আমারে কেউ জানাইবেন

  18. এতো কম বুদ্ধির মানুষ দুনিয়ার আর কোথায় আছেনী থাকলে দয়া করে আমারে কেউ জানাইবেন

  19. পাগল কি গাছে ধরে

  20. পাগল কি গাছে ধরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *