বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস নিয়ে টুইটারে নিজেদের ভেরিফায়েড আক্যাউন্টে পোস্ট করেছিল ফিফা। এবার ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাসের ছবি পোস্ট করেছে তারা। ফিফার অফিশিয়াল টুইটারে মঙ্গলবার (২৯ নভেম্বর) এ ছবিগুলো পোস্ট করা হয়।
সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল চমক দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। শেষমুহূর্তে জয়সূচক সেই গোলটি আসে কাসেমিরোর পা থেকে। এই জয়ের মধ্য দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তারা।
ব্রাজিলের এমন জয়ে উল্লাসে মেতে উঠেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। সমর্থকদের সেই উল্লাসের ছবিগুলোই প্রকাশ করেছে ফিফা।
ফিফা তাদের টুইটে লিখেন, ফুটবল ছাড়া অন্য কোনো কিছু মানুষকে এভাবে একত্রিত করতে পারে না। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ দেখার জন্য প্রচুর পরিমাণের দর্শকের উপস্থিতি বাংলাদেশের ঢাকায়।