Breaking News

সবাই বলে ব্রাজিল, তাই আমিও ব্রাজিল : পাপন

কাতারে বসেছে ফুটবল বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ঘিরে পুরো বিশ্বজুড়েই রয়েছে উন্মাদনা।বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ক্রিকেট মাঠেও চলে এসেছে এর আমেজ। রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল।
উত্তর ও দক্ষিণাঞ্চলের এই ম্যাচ দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরস্কার বিতরণের পর তিনি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে পাপনের কাছে প্রশ্ন যায় বিশ্বকাপ ফুটবল দেখছেন কি না। জবাবে তিনি বলেন, ‘একটা খেলাও মিস করিনি। আজকে শুধু একটা করলাম। ’

ফুটবলে নিজের প্রিয় দল নিয়ে বলতে গিয়ে পাপন বলেছেন, ‘আমি আসলে ছোটবেলা থেকে যে জিততো তাকেই সাপোর্ট করতাম। যখন বোঝা শুরু করলাম, সবাই বলে ব্রাজিল তাই আমিও ব্রাজিল করি। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন দেবোই। এছাড়া আমার ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে এবার। ’

ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা। এই দুই দলের সমর্থকদের মধ্যেও তাই সবসময় থাকে বৈরিতা। পাপন অবশ্য আলাদা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভ্ক্ত হিসেবে দাবি করেছেন নিজেকে। যদিও আলবিসেলেস্তেদের বেশি নির্ভর মনে হয়েছে বিসিবি সভাপতির।

তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা অবশ্যই সাংঘাতিক…এক মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে এক মেসিকে দিয়ে দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে তেমন চোখে পড়েনি। অবশ্যই মেসি সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি ওর ভক্ত। ’

‘রোনালদোকেও আমি খুব পছন্দ করি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে বেশি মেসি নির্ভর মনে হয়েছে আর্জেন্টিনাকে। অবশ্যই তারাও ভালো। তবে এখন পর্যন্ত খেলা দেখে মনে হচ্ছে ফ্রান্স ভালো। ’

Check Also

বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: মেসির মা

স্পোর্টস আপডেট ডেস্ক: আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *