বিএনপি বেশি বাড়াবাড়ি করলে শাপলা চত্বর আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের মতো পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ১০ ডিসেম্বর সমাবেশে লোক সমাগম কম হওয়ার ভয়ে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার গোঁ ধরে আছে। সমাবেশ করে বিএনপি কিছুই করতে পারবে না। আর বাড়াবাড়ি করতে চাইলে মতিঝিল থেকে হেফাজত যেরকম পরিষ্কার হয়ে গিয়েছিল, সেরকম পরিষ্কার হয়ে যাবে
সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)।
কৃষিমন্ত্রী বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে। এ বিষয়ে সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সরকারের পতন ঘটাতে চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপনাদের এই ধাম্ভিকতার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবী করে দেশবাসী।
আপনাদের এই ধাম্ভিকতার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবী করে দেশবাসী।
তোরা যে হেপাজত কে মেরেছ।এই সত্য কথা বলারজন্য ধন্যবাদ।
তোরা যে হেপাজত কে মেরেছ।এই সত্য কথা বলারজন্য ধন্যবাদ।
আপনি নিজে কবে থেকে আওয়ামী লীগ করেন জানিনা তবে আপনি অ পরিপক্ক রাজনৈতিক নেতা
আপনি নিজে কবে থেকে আওয়ামী লীগ করেন জানিনা তবে আপনি অ পরিপক্ক রাজনৈতিক নেতা
ফেরাউনের পতন অতিতে ও হয়েছিল । এখনো অবশ্যম্ভাবী শুধু সময়ের ওপেক্ষা।
ফেরাউনের পতন অতিতে ও হয়েছিল । এখনো অবশ্যম্ভাবী শুধু সময়ের ওপেক্ষা।
এটা হেফাজত নয়।এটা বাংলাদেশের মাটি ও গণমানুষের সাথে মিশে থাকা দল এটা মাথায় রাখতে হবে।
এটা হেফাজত নয়।এটা বাংলাদেশের মাটি ও গণমানুষের সাথে মিশে থাকা দল এটা মাথায় রাখতে হবে।
মাস্তানী করা এদের আদিম পেশা। মাফিয়ারা এমনটাই দুনিয়াব্যাপী করে এরং একসময় ধ্বংস হয়ে যায়। এরা এখন ধ্বংসের দ্বাড়প্রান্তে।
মাস্তানী করা এদের আদিম পেশা। মাফিয়ারা এমনটাই দুনিয়াব্যাপী করে এরং একসময় ধ্বংস হয়ে যায়। এরা এখন ধ্বংসের দ্বাড়প্রান্তে।
তাহলে তারা অনেক লোক গুলি তরে হত্যা করেছে।
তাহলে তারা অনেক লোক গুলি তরে হত্যা করেছে।
বেশি অহংকারী কইরেন না আল্লাহ যখন ধরবে তখন ঠিক বুঝবেন
বেশি অহংকারী কইরেন না আল্লাহ যখন ধরবে তখন ঠিক বুঝবেন
আপনার কথায় বুঝা যাচ্ছে সন্ত্রাসী রাজনীতি আপনারা আওয়ামী লীগই করে নাকি তাহলে শাপলা চত্বরের ঘটনা আপনারা করেছেন এটা দেশবাসী জানল
আপনার কথায় বুঝা যাচ্ছে সন্ত্রাসী রাজনীতি আপনারা আওয়ামী লীগই করে নাকি তাহলে শাপলা চত্বরের ঘটনা আপনারা করেছেন এটা দেশবাসী জানল
চরিত্র ভাল করার চেষ্টা করো। সময় আর বেশি নাই।
চরিত্র ভাল করার চেষ্টা করো। সময় আর বেশি নাই।
হেফাজতের লোকজন যারাই মেরেছে তাদের বিচার একদিন হবে।
হেফাজতের লোকজন যারাই মেরেছে তাদের বিচার একদিন হবে।
যতই বগ বগ করুন না কেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হতে পার বেননা।রাজ্জাক সাহেব।
যতই বগ বগ করুন না কেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হতে পার বেননা।রাজ্জাক সাহেব।
এটা কোনো রাজনৈতিক দলের নেতা তো দুরের কথা একজন শিক্ষিত বা ভদ্রলোকের ভাষা হতে পারে না
এটা কোনো রাজনৈতিক দলের নেতা তো দুরের কথা একজন শিক্ষিত বা ভদ্রলোকের ভাষা হতে পারে না
ওরে মাতাল মন্ত্রী হেফাজত আর বিএনপি এক নয়।
ওরে মাতাল মন্ত্রী হেফাজত আর বিএনপি এক নয়।
অস্তিত্বের জন্য চিন্তা কড় রাজ্জাক
অস্তিত্বের জন্য চিন্তা কড় রাজ্জাক
আবার বাংলাদেশ নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে
আবার বাংলাদেশ নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে
রাজনৈতিক লোকের ভাষা নয়, সন্ত্রাসী লোকের ভাষা
রাজনৈতিক লোকের ভাষা নয়, সন্ত্রাসী লোকের ভাষা
আল্লাহ একদিন আপনাদের বিচার করবে ইনশাআল্লাহ
আল্লাহ একদিন আপনাদের বিচার করবে ইনশাআল্লাহ
এদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুসবে
এদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুসবে
মাননিয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, নিজের মুখে শিকার করেছেন যে,শাপলা চত্তরে মানুষের উপরে যে নির্মম ভাবে গুলি করে মানুষ হত্যা করেছেন,এবং নিজ মুখে শিকার করেছন এই জন্যই আপনাকে ধন্যবাদ।
মাননিয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, নিজের মুখে শিকার করেছেন যে,শাপলা চত্তরে মানুষের উপরে যে নির্মম ভাবে গুলি করে মানুষ হত্যা করেছেন,এবং নিজ মুখে শিকার করেছন এই জন্যই আপনাকে ধন্যবাদ।
Bad luck Bangladesh
Bad luck Bangladesh
গত ১৩ বছর ধরে আওয়ামীলীগের নেতাকর্মীদের দূর্নীতি ও টাকা পাচারের ফলাফলই আজকের অর্থনৈতিক সংকট।দূর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীরা দেশ ও জনগণের শত্রু এদের বিরুদ্ধে সোচ্চার হোন।জাতির হাতে উঠলে বাঁশ, পাল্টে যাবে ইতিহাস।
বাঁশের লাঠি তৈরি কর, স্বৈরাচার বিদায় কর।
বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে
গত ১৩ বছর ধরে আওয়ামীলীগের নেতাকর্মীদের দূর্নীতি ও টাকা পাচারের ফলাফলই আজকের অর্থনৈতিক সংকট।দূর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীরা দেশ ও জনগণের শত্রু এদের বিরুদ্ধে সোচ্চার হোন।জাতির হাতে উঠলে বাঁশ, পাল্টে যাবে ইতিহাস।
বাঁশের লাঠি তৈরি কর, স্বৈরাচার বিদায় কর।
বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে
Joy India joy bangla backshal country. Joy hamla Joy mamla joy hammer party. Joy corruption everywhere
Joy India joy bangla backshal country. Joy hamla Joy mamla joy hammer party. Joy corruption everywhere
হয়ত এই বক্তব্য একদিন আদালতে সাক্ষ্য হিসাবে গৃহিত হবে এবং সুবিচার নিশ্চিত হবে। আজ অথবা কাল।
হয়ত এই বক্তব্য একদিন আদালতে সাক্ষ্য হিসাবে গৃহিত হবে এবং সুবিচার নিশ্চিত হবে। আজ অথবা কাল।
হেফাজত সম্পর্কে যা কিছু দেশের জনগণ শুনে আসছে তা মাননীয় মন্ত্রীর কথায় সত্য প্রমাণিত হলো। সত্য এক সময় প্রকাশ পাবেই।
হেফাজত সম্পর্কে যা কিছু দেশের জনগণ শুনে আসছে তা মাননীয় মন্ত্রীর কথায় সত্য প্রমাণিত হলো। সত্য এক সময় প্রকাশ পাবেই।