Breaking News

অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো সিলেটেও বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার। এ জন্য বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ব্যাপক প্রস্তুতি ও প্রচার চালাচ্ছে তারা। চার জেলা থেকে বিপুল নেতাকর্মী-সমর্থক সমাবেশে যোগ দেবেন বলে আশা তাদের।

তবে অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো সিলেটেও বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সিলেট জেলা বাস মালিক সমিতি।

বুধবার সন্ধ্যার পর আকস্মিক এ ধর্মঘট আহ্বান করা হয়।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ ধর্মঘট আহ্বানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিএনজিচালিত অবৈধ (নিবন্ধনহীন) অটোরিকশা চলাচল বন্ধ, বৈধ অটোরিকশায় গ্রিল স্থাপন ও নতুন করে অটোরিকশা নিবন্ধন প্রদানের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে’।

তিনি আরো বলেন, ‘আমাদের এই কর্মসূচি পূর্বনির্ধারিত। ইতিপূর্বে এসব দাবিতে আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি, আন্দোলন করেছি। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আবার ধর্মঘটের ডাক দিয়েছি। ১৯ নভেম্বর শনিবার সকাল ৬টা থেকে পরদিন রবিবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট পালিত হবে’।

বিএনপির সমাবেশে যাতায়াতকারীদের সমস্যায় ফেলতে কারও চাপে এই ধর্মঘট ডাকা হয়নি বলেও তিনি দাবি করেন

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *