Breaking News

পুলিশের মানবঢাল ধাক্কিয়ে উদ্যানে প্রবেশের চেষ্টা করছেন আ. লীগ কর্মীরা

হাজার হাজার নেতা-কর্মীতে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। তারা এসেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে। সম্মেলন শুরুর আর মাত্র কয়েক মিনিট বাকি। কিন্তু এখনও ঢুকতে পারেননি সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে। তাই, পুলিশের মানবঢাল ঠেলে উদ্যানে প্রবেশের চেষ্টা করছেন আওয়ামী লীগের কর্মীরা।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেটে এই ঘটনা ঘটে। এ বিষয়ে সেখানে দায়িত্ব পালন করা কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) ডিসি মাহমুদুল হাসান বলেন, আমরা কর্মীদের শৃঙ্খলার মধ্যে উদ্যানে প্রবেশ করানোর চেষ্টা করছি। কিন্তু সেটি তারা মানছেন না। তার আমাদের মানবঢাল ঠেলে প্রবেশের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, সেটি করে আসলে লাভ নেই। কারণ মূল গেটে থাকা আর্চওয়ে মধ্যে একসঙ্গে একজন মানুষই প্রবেশ করতে পারে। এই গেটে ৫টি আর্চওয়ে আছে। সুতরাং ৫ জন মানুষই একসঙ্গে ঢুকতে পারবে।

 

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …