বিএনপির সাম্প্রতিক স্লোগান ‘টেক ব্যাক বাংলাদেশ’ মানে ফের পাকিস্তানি চেতনায় ফেরত যাওয়া নয় বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।
আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে বিএনপির স্লোগান ‘টেক ব্যাক বাংলাদেশ’ মানে পাকিস্তানি ভাবধারায় ফেরত যাওয়া।
এ বিষয়ে বিএনপি নেতা মোশাররফের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলে যে পরিমাণ মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃত্বে আছেন, তাদের মধ্যেও এমন দেখাতে পারবেন না।
‘জিয়াউর রহমানের দল পাকিস্তানি ভাবধারায় ফেরত যেতে চায় এ কথা বললে আমার মনে হয় কেউ বিশ্বাস করবে না। সরকার যেমন বিভিন্ন বিষয়ে চাপাবাজি করছে, আমার মনে হয় এটাও সেই চাপাবাজির অংশ।’
তিনি বলেন, ‘সরকার ইতিহাসকে বিকৃত করছে। আমার মনে হয় এটাও তারই অংশ।’
পরে টেক ব্যাক বাংলাদেশ বলতে বিএনপি কী বোঝাতে চেয়েছে, সেটি পরিষ্কার করেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।
তিনি বলেন, ‘“টেক ব্যাক বাংলাদেশ’ বলতে আমরা বোঝাতে চেয়েছি, এই বাংলাদেশের জন্য এ দেশের মুক্তিযোদ্ধরা যুদ্ধ করেছে ও শহীদ হয়েছে। গুটিকয়েক লোক ছাড়া এ দেশের মুক্তিযুদ্ধকে এ দেশের মানুষ সমর্থন করেছে; মা-বোনেরা নির্যাতিত হয়েছে। সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই।
“আজকে বাংলাদেশের গণতন্ত্র নেই। মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য যতটুকু কম রাখা যায়, সেটা রাখা। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল। এমন অবস্থায় বিদেশে টাকা পাচার হচ্ছে। এসব জায়গায় আমরা বাংলাদেশকে টেক ব্যাক করতে চাই। মুক্তিযুদ্ধ আমাদের দেশের মানুষ যে কারণে করেছে, আমরা সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাই।”
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখানে সরকার জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারকে গায়েব করে দিয়ে ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করতে চায়।’
সরকার ইতিহাস বিকৃত করছে দাবি করে বর্ষীয়ান এ রাজনীতিক বলেন, ‘এ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। মুক্তিযুদ্ধের চেতনায় চাপাবাজি ও নানা অপপ্রচার করতে গিয়ে জনগণের কাছে ধরা খেয়ে গেছে।’
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘যে সরকার গায়ের জোরে দিনের ভোট রাতে করতে চেয়েছে, জনগণ বিএনপির সমাবেশে এসে সে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে ৷ তারা বলেছে, হত্যা, গুম, খুনের সরকারকে বিদায় জানাতে চায়।’