Breaking News

আওয়ামী লীগ বলে কোনো দল বাংলাদেশে নেই: রুমিন ফারহানা

বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমির ফারহানা বলেছেন, আওয়ামী লীগ বলে কোনো দল বাংলাদেশে নেই। তারা আছে পুলিশ, প্রশাসন ও আমলা দিয়ে। সাধারণ মানুষ তাদের লাল কার্ড দেখিয়েছে বহু আগে।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

নিজের পদত্যাগের কারণ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সংসদে যতোটুকু জায়গা আমাদের আছে, ততোটুকু আমরা কাজে লাগাবো। সেই চেষ্টা আমরা করেছি। আপনারা দেখেছেন, কীভাবে আমরা দাঁড়ালে মাইক বন্ধ করে দিয়েছে, কথা বলতে দেয়নি। যখন আমি সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি, গণমানুষের কথা বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এ কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের গুম, খুন বিচারবহির্ভূত হত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন, প্রকাশ্য লুটপাট—সবকিছুর প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমাদের পদত্যাগপত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজ শনিবার ছুটির দিন। কাল রোববার সই করা পদত্যাগপত্র হাতে হাতে পৌঁছে দেবো।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

One comment

  1. জালিম হানাদার বাহিনী আছে