Breaking News

জিজ্ঞাসাবাদের পর ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে : ডিবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানার মামলায়

তাদের বিরুদ্ধে উস্কানি ও পরিকল্পনাকারী অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
শুক্রবার দুপুর এতথ্য জানান তিনি।

এর আগে বেলা ১১ টায় নিজ কার্যালয়ে ডিবি প্রধান বলেন, বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এছাড়া আগামীকাল বিএনপির সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি না জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখানো অথবা মামলা হবে কি না তখন জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত জানাবো।
এর আগে আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।তিনি জানান, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

23 comments

  1. তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রবাসীদের পক্ষ থেকে

  2. তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রবাসীদের পক্ষ থেকে

  3. কি চায়

  4. কি চায়

  5. বিএনপির খেল খতম।

  6. বিএনপির খেল খতম।

  7. তীব্র নিন্দা প্রতিবাদ জানাই

  8. তীব্র নিন্দা প্রতিবাদ জানাই

  9. তীব্র নিন্দা জানাচ্ছি

  10. তীব্র নিন্দা জানাচ্ছি

  11. গনতন্ত্র হত্যাকারিদের বিচার এক দিন তো হবেই।

  12. গনতন্ত্র হত্যাকারিদের বিচার এক দিন তো হবেই।

  13. Kono lab nai jonogon aro barlo bnpr

  14. Kono lab nai jonogon aro barlo bnpr

  15. ধিক্কার স্বৈরাচার

  16. ধিক্কার স্বৈরাচার

  17. সাদা কালো জীবন

    এটাই হবার কথা ছিলো

  18. একমাএ আল্লহই জানেন এই জুলুমের শেষ কোথা

  19. একমাএ আল্লহই জানেন এই জুলুমের শেষ কোথা

  20. জুলুম ছাড়া আর কি নয়। স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক।

  21. জুলুম ছাড়া আর কি নয়। স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক।

  22. M Sumon Islam Sumon

    স্বৈরাচারীরা পতন হবেই

  23. M Sumon Islam Sumon

    স্বৈরাচারীরা পতন হবেই