Breaking News

যা আছে শাবনূরের ৩৫ সেকেন্ডের ভিডিওতে

‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’ ‘প্রেমের তাজমহল’ সিনেমার এ গানের মূল কথা বদলে, দুই লাইন গেয়ে উড়ন্ত চুমু দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ অল। লাভ ইউ যারা আমার ভক্তরা আছে। লাভ ইউ আমার বন্ধুদের।’ নিজের জন্মদিনে সবার জন্য এমন একটি ভিডিও বার্তা দিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর।

শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের জন্মদিন। শোবিজের তারকারা তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। সবার এ ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত শাবনূর। ৩৫ সেকেন্ডের ফেসবুক ভিডিওতে সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সুঅভিনেত্রী।

উল্লেখ্য, শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনী রাতে ১৯৯৩ সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিলেন সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্র নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *