রাজধানীর নয়া পল্টন জামে মসজিদে মূল সড়ক দিয়ে কোনো মুসল্লীকে মসজিদে যেতে দিচ্ছে না পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটা থেকে জুমার নামাজ পর্যন্ত এই দৃশ্য দেখা গেছে। মুসল্লিদের অনেকেই মসজিদে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশ জানায়, নিরাপত্তা জনিত কারণে আবাসিক এলাকার ভেতরের লোক ছাড়া অন্য কাউকে নয়া পল্টন মসজিদে নামাজ আদায় করতে পারবেনা।
Check Also
ছাত্রদল নেতা আব্দুর রহিম নিখোঁজ
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম গতকাল সোমবার থেকে নিখোঁজ বলে অভিযোগ …
তীব্র প্রতিবাদ জানাচ্ছি
ধংশের শেষ প্রান্তে চলে এসেছে
নব্য ফেরাউন
নাস্তিকের দল
জালেম সরকার
তীব্র নিন্দা জানাচ্ছি
আমরা মুসলিম, ইহুদী, নাসারা নই। শাসক গোষ্ঠি ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজেদের ঈমান নষ্ট করছে। মনে রেখ এ দিন দিন নয়, আরো দিন আছে সে দিন কাঁদলেও কোন লাভ হবেনা।
পতনের ঘন্টার হয়তো এগুলায় লক্ষন।নামজের সময়ও বাধা।
আল্লাহ্ চাইলে নিশ্চয়ই ধ্বংস অনিবার্য
আমরা মুসলমান আর মুসলিম দেশে মুসল্লিদের নামাজ পড়তে দিচ্ছে না হে আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল কর শুধু মাত্র ক্ষমতার জন্য জনগণের উপর জুলুম নির্যাতন
Allah gojob najil koro…amin
আমার মতে পুলিশ এর চোখে মরিছের গুড দেযা উচিত যেন কাউকে গ্রেপ্তার না করতে পারে
তীব্র প্রতিবাদ জানাচ্ছি
hasina ki muslim
আল্লাহ্ চাইলে নিশ্চয়ই ধ্বংস অনিবার্য
নামাজ তো এমনিতেই এরা ভয় পায়
Allah Oder bisher korbe
নামাজ পড়লে ও কি পল্টনের রাস্তা বন্ধ থাকবে । তাহলে নামাজে আবার বাধা কেন।
আল্লাহ তুমি তারাতারি গজব নাজিল করো।তোমার কাজেও বাঁধা।
Kon desh a bosobahs kori amra afsoss lage emon emon news dakley
সামনের ৫ বছর হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে ইসলাম বলে কিছুই থাকবে না ।
এজন্যই তো বলি আওয়ামী লীগ আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই
তীব্র নিন্দা জানাচ্ছি
ওর ধর্ম বিরোধী ওরা মুসলিম জাতির শত্রু ওরাো ইহুদি খ্রিস্টানদের বংশধর ওদের গনপিটানি দিয়ে বাংলাদেশ থেকে তারিয়ে দেয়া উচিত!
সময় থাকতে টিক হয়ে যা
যারা নামাজে বাধা দেয় ওরা মুসলিম নয় ওরা মুনাফিক।