Breaking News

লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি ডেলিভারি রাইডার

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে প্রায় ৬৫ কোটি ১০ লাখ টাকার (২ কোটি দিরহাম) গ্রান্ড প্রাইজ জিতেছেন আবুল মনসুর আবদুল সবুর নামের এক বাংলাদেশি। পেশায় তিনি একজন ডেলিভারি রাইডার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।পুরস্কার জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এতটাই খুশি যে তা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।”

এবারের লটারির ড্রয়ের আগে তিনি ও তার বন্ধুরা মিলে ৫টি টিকেট কিনেছিলেন, এরমধ্যে পুরস্কার জিতেছে কেবল তার কেনা টিকেট। ৫০ বছরের এই প্রবাসী ২০০৭ সাল থেকেই লটারির টিকেট কিনে চলেছেন, এবার ভাগ্য ফিরল তার।

সুসংবাদ জানিয়ে লটারির আয়োজকদের কাছ থেকে ফোনকল পাবার পর নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছিলেন না এই বাংলাদেশি। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, দেশে পরিবারের জন্য খরচ করবেন। অনেকদিন ধরে নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন আছে, এবার সেটাকে বাস্তবে রূপ দিতে চান।

এবারের বিগ টিকেট লটারিতে নগদ অর্থ ছাড়াও প্রতিদিন ২৪ ক্যারেটের স্বর্ণের বার জেতার সুযোগ রয়েছে। এই পুরস্কার দেওয়া হবে পুরো অক্টোবর মাসব্যাপী।

এর আগে গত সেপ্টেম্বর মাসে বিগ টিকেট র‍্যাফেল ড্রতে দেড় কোটি ডলার পুরস্কার জেতেন আরেক প্রবাসী বাংলাদেশি শামশু মিয়া। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪১ কোটি ১৪ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *