ভারতের কর্নাটকে বাবাকে হত্যা করে ১৫ টুকরা করেছে ছেলে। পরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কুয়ায় ফেলেছে লাশের টুকরোগুলো।
কর্নাটকের বাগলকোটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে গত ৬ ডিসেম্বর। তবে প্রকাশ্যে আসে মঙ্গলবার। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
নিহতের নাম পরশুরাম কুলালি। বয়স ৫৪ বছর। আর খুনি ছেলের নাম বিথাল কুলালি। বয়স ২১ বছর।
ঘটনার পর তদন্ত চলাকালে পুলিশের কাছে অকপটে সব স্বীকার করে হত্যাকারী বিথাল কুলালি। তিনি বলেন, মাঠে কাজ করার সময় বাবা পরশুরাম কুলালির সঙ্গে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে বাবাকে রড দিয়ে আঘাত করে ছেলে। ঘটনাস্থলেই পরশুরামের মৃত্যু হয়।
হত্যাকারী বিথাল কুলালি জানায়, তার বাবা প্রায়ই মাতাল অবস্থায় বাড়ি ফিরতেন। বিভিন্ন সময় মা এবং সন্তানদের ওপর অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করতেন।
oi celeke 90 tokra kora hok
নাউজুবিল্লাহ
দূত বিচারের আওতায় আনা হোক?
এখন ছেলে টা – কে এনে ৩০ টুকরো করার জন্য জোর দাবি জানাই।কেন যে মানুষ গুলো পশু হয়ে যাচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামীন ই ভালো জানে? আল্লাহ আপনি সবাই কে হেদায়েত দান করুন আমিন।
পাপিষ্ট বা